Advertisement

ব্লগের ফটো
অনলাইন ফতোয়া

আর্থিক সাহায্যের আবেদন


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু।

জামিয়ার সংক্ষিপ্ত পরিচিতি:

আল-জামিয়াতুল ইসলামিয়াতুল জালীলিয়া মাদ্রাসাটি ভারতের অসম রাজ্যের শ্রীভূমি (করিমগঞ্জ) জেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি শুরুতে "শাহ আব্দুল জালীল চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা" নামে পরিচিত ছিল। পরবর্তীতে ২০১২ সালে এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষাকেন্দ্রে রূপান্তরিত হয়। বর্তমানে এই মাদ্রাসায় হিফজুল কোরআন, আলিয়া, দাওরায়ে হাদিস, শু’বা-ই-কিরাআত সহ বিভিন্ন বিভাগ কার্যকর রয়েছে। এখানে শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ, উন্নত আবাসন ব্যবস্থা এবং সর্বাঙ্গীন শিক্ষার সুযোগ নিশ্চিত করা হয়। পাঠ্যক্রমে ইসলামী জ্ঞানের গভীরতা এবং সাধারণ শিক্ষার প্রয়োজনীয় দিকগুলোর সমন্বয় করে যুগোপযোগী শিক্ষাদান করা হয়। মাদ্রাসাটি উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীর কর্তৃক পরিচালিত তানজিমুল মাদারিসিল ইসলামিয়া বোর্ডের অধীনে স্বীকৃত।

কেন আর্থিক সাহায্যের প্রয়োজন?

দ্বীনি শিক্ষার প্রচার এবং প্রসার তথা ভবিষ্যতের জন্য যুগোপযোগী হাফিজ, ক্বারী, আলীম ইত্যাদি গড়ে তোলা এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। এই মর্মে মাদ্রাসাটি পরিচালনা ক্ষেত্রে আমাদের কোনো প্রাতিষ্ঠানিক বা সরকারি অর্থায়নের ব্যবস্থা নেই। সম্পূর্ণভাবে দ্বীন দরদী মুসলিম ভাই-বোনদের সদকা-খয়রাতের উপর নির্ভর করেই মাদ্রাসাটি পরিচালিত হয়।

এই মহৎ কাজকে টিকিয়ে রাখতে মাদ্রাসা পরিচালন সমিতি (মজলিসে আ'মিলা) দুটি তহবিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন:

১. সাধারণ তহবিলঃ এই তহবিলের উদ্দেশ্যসমূহ নিম্নরূপ-

• শিক্ষকদের হাদিয়া প্রদান।

• মাদ্রাসার নির্মাণ কাজ ও পরিকাঠামো উন্নয়ন।

• বিদ্যুৎ, পানি এবং অন্যান্য দৈনন্দিন পরিচালন খরচ।

• মাদ্রাসার সার্বিক কার্যক্রম পরিচালনা, ইত্যাদি।

এই তহবিলে আর্থিক সাহায্যের জন্য ব্যাংক বিবরণী নিম্নরূপ-

Al-Jamiatul Islamiatul Jalilia Parichalan Samiti

A/C - 924010044603164

IFSC-UTIB0004808

Bank Name:Axis Bank

Branch:Ramkrishnanagar.

সরাসরি ব্যাংক অথবা আমাদের নির্ধারিত সংগ্রহকারী মারফত আর্থিক সাহায্য প্রদান করে দ্বীনি খিদমতে অংশিদার হোন। জাযাকাল্লাহু খাইর।

২. মিসকিন ফান্ড: এই তহবিলের উদ্দেশ্যসমূহ নিম্নরূপ-

• গরীব-অসহায় ছাত্রদের থাকা-খাওয়ার ব্যবস্থা

• তাঁদের শিক্ষার খরচ এবং শিক্ষা উপকরণ, ইত্যাদি।

[এই তহবিলের অর্থ যথার্থ প্রতিপাদন সাপেক্ষে জাকাত গ্রহণের জন্য উপযোগী ছাত্রদের প্রদান করা হয়।]

সরাসরি নীচের ঠিকানায় যোগাযোগ করে অথবা আমাদের নির্ধারিত সংগ্রহকারী মারফত আপনি এই ফান্ডে অবদান রাখতে পারেন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে অবদান রাখার তাওফিক দান করুন। যোগাযোগ

যোগাযোগ করুন

ঠিকানা: থলগাঁও, রাতাবাড়ী, শ্রীভূমি (করিমগঞ্জ), আসাম, ৭৮৮৭৩৫

Post a Comment

0 Comments