Advertisement

ব্লগের ফটো
অনলাইন ফতোয়া

প্রশ্ন: প্রশ্নঃ যদি কেউ চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম রাকাতে একটি সিজদা ভুলে যায় এবং দ্বিতীয় রাকাতে স্মরণ হয় যে প্রথম রাকাতে সে একটিই সিজদা করেছে, তবে কি সে দ্বিতীয় রাকাতে তিনটি সিজদা করবে, নাকি চতুর্থ রাকাতে তিনটি সিজদা করবে, অথবা নামাজ ভেঙে পুনরায় পড়বে?

উত্তরঃ যদি কোনো নামাজের প্রথম রাকাতে একটি সিজদা করা হয় এবং একটি সিজদা ভুলে যাওয়া হয় এবং দ্বিতীয় রাকাতে তা স্মরণ হয়, তবে যে মুহূর্তে মনে পড়ে, সঙ্গে সঙ্গে সেই সিজদা আদায় করে নিতে হবে এবং এর আদায়ে দেরি করা যাবে না। এমনকি যদি রুকুতে স্মরণ হয়, তবে তৎক্ষণাৎ সেই ভুলে যাওয়া সিজদা করে নেবে এবং এরপর আবার রুকু করবে, যা মুস্তাহাব (পছন্দনীয়)।

যেহেতু সিজদা মূল স্থানে আদায় না করে পিছিয়ে দেওয়া হয়েছে, সেহেতু নামাজ শেষে সিজদা সাহু (ভুল সংশোধনের সিজদা) করা ওয়াজিব হবে। নামাজ ভেঙে পুনরায় পড়া প্রয়োজনীয় নয়।‌ তবে যদি সেই সিজদা আদায় না করে এবং নামাজের বিপরীত কোনো কাজ (যেমন: কথা বলা, খাওয়া-দাওয়া ইত্যাদি) করে ফেলে, তবে এই নামাজ পুনরায় পড়া ওয়াজিব হবে। সূত্রঃ

هذه إجابة مثال باللغة العربية. يمكن استخدام هذا النص كمثال.

Post a Comment

0 Comments